মোঃ মনিরুল ইসলাম নাচোল চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জন্ম থেকেই এতিম হয়েছে মেয়ে শিশু ধনশ্রী। তার বয়স এখন তিন মাস।
শিশুটির বড় মা শ্রী রিতা রাণী জানান গত জুন মাসে আমার ছোট জা শ্রী পপী রাণীর বাচ্চা প্রসব হওয়ার বেথা উঠলে তাকে নাচোল জামিলা ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকের মালিক মোঃ রুবেল আলী বলেন সিজার করে না বের করলে বাচ্চা সহ মাও মারা যেতে পারে। আমরা তখন মনে ভয় পাই এবং সিজার করতে বলি। সিজার করার জন্য ১২হাজার টাকা চুক্তি করা হয়েছিল। নগদ ৪হাজার টাকা দিয়েছিলাম। ভগবানের ইচ্ছায় রাত ৮টার দিকে এক ছেলে ও এক মেয়ে ফুটফুটে দুইটা বাচ্চা প্রসব হয়।
প্রসবের পর ছেলে বাচ্চাটির সমস্যা দেখা দিলে মালিক রুবেল তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। রাতে যেতে না পারাই, সকাল বেলা শুধু বাচ্চাটিকে রাজশাহী মেডিকেল নিয়ে যায়। ওখানে চিকিৎসা অবস্থায় সন্ধ্যায় বাচ্চাটি মারা যায়। এদিকে বাচ্চাটিকে নিয়ে যাবার কিছুক্ষণ পর আবার তার মার অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে তাকেও রাজশাহী মেডিকেল নিয়ে যেতে বলেন। এ্যাবুলেন্স করে নিয়ে যেতে আমনুরায় গিয়ে সন্দেহ হলে ওখানকার ক্লিনিকের ডাঃ কে দেখালে বলেন যারা গেছে।
অপরদিকে বেঁচে থাকা এই এতিম মেয়ে শিশুটি এখন তার বড় মায়ের বুকের দুধ এবং মানুষের সাহায্যের টাকা পয়সা দিয়ে হরলিক্স ও গাভীর দুধ খেয়ে কোনরকম বেঁচে আছে। বাচ্চাটির বড় মায়েরও কোলে একটি ছোট বাচ্চা রয়েছেন। তবুও এতিম শিশুটিকে বাঁচাতে বড় মা রিতা রাণী তার বুকের দুধ ভাগাভাগি করে খাওয়া চলছেন।দিনদিন এতিম শিশুটি বড় হচ্ছে এবং তার খাবার সংখ্যা কমে যাচ্ছে। তার অবস্থা অতি সচনীয় পড়ছে। মানুষ যারা হয়তো সাহায্য করেছেন, একবার করেছেন।
এখন আর তার খাবার জোগাড় করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে বলে রিতা রাণী জানান।
বাচ্চাটির বাবা অতি গরীব দুঃখী মানুষ হওয়ায় সে ঢাকায় রাজমিস্ত্রীর কাজে চলে গেছে। সেও ঠিকমতো বাচ্চাটির খবর রাখতে পারেন না। কিনে খাওয়ার মতো টাকা না থাকায় তার বড় মা বাবার পক্ষে তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়েছে বলে জানান রিতা রাণী।
শিশুটির বড় মা অনুরোধ করে বলেন, দেশের কিংবা সমাজের হৃদয়বান ব্যক্তিরা যে যেখান থেকে পারেন এই মা হারা এতিম শিশুটিকে বাঁচানোর জন্য সাহায্য করতে এগিয়ে আসুন। আমার একা পক্ষে অসম্ভব কিন্তু আপনারা অনেক, একটু দয়া করুন। আপনাদের সাহায্য এবং দয়ায় বেঁচে যাবে শিশুটি। শিশুটিকে বাঁচানোর জন্য এমন আকুতি জানিয়েছেন তার বড় মা শ্রী রিতা রাণী।
এবিষয়ে ক্লিনিকের মালিক রুবেল আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ হয়নি।
শিশুটির নামঃ ধনেশ্রী পিতাঃ শী বিনন্দ
মাতা মৃঃত শ্রী পপি গ্রামঃ বরেন্দ্রা
ইউনিয়নঃ নেজামপুর থানাঃ নাচোল
জেলাঃ চাঁপাইনবাবগঞ্জে।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ ও যোগাযোগঃ বিকাশ
নাম্বারঃ ০১৩০৮৪৬১৬৭৯
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]