মোঃ সুজন আহমেদ শার্শা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২০৯ বোতল ফেন্সিডিল সহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ১১ সেপ্টেম্বর মধ্যরাত দেড়টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ ছোট আঁচড়া গ্রামস্থ নতুন থানা ভবনের সামনে হইতে ৫৯ বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ জাকির হোসেন (২৫), পিতা-মোঃ জিল্লুর রহমান, গ্রাম- খড়িডাঙ্গা, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে গ্রেফতার করে। একই দিনে তারিখ ১২:১৫ ঘটিকায় অত্র থানা এলাকার বড় আঁচড়া গ্রামস্থ বেনাপোল স্থল বন্দরের ২২নং শেড হইতে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন ভূইয়া বলেন, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার)পিপি এর নির্দেশক্রমে মাদক বিরোধী অভিযানে নিষিদ্ধ ২০৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে ৷ গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর কোর্টে প্রেরন করা হবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]