মোঃনূরনবী বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁওঃ
ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম দবিরুল ইসলামের সহধর্মিনীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের শোক।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা প্রথম সভাপতি, যুক্তফ্রন্টের এমএলএ ভাষা সৈনিক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর এ্যাডভোকেট মরহুম দবিরুল ইসলামের সহধর্মিনী আবেদা খাতুন হেনার বার্ধক্য জনিত কারণে গত শনিবার সকাল ৯ টা ৩০ মিনিটে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।গতকাল শনিবার সন্ধ্যায় আবেদা খাতুনের মরদেহ বামুনিয়া গ্রামে এসে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে।
রবিবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া হযরত পীর কালু শাহ্ মাদরাসায় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় অংশ নেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক এ্যাড. আবু হাসনাত বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ঠাকুরগাও ১ আসনের সাবেক এমপি মরহম খাদেমুল ইসলামের ছেলে সাহেদ, ব্যারিষ্টার নুর উস সাদিক প্রমুখ
জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমার মরদেহ দাফন কার্য সম্পন্ন হয়।
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা প্রথম সভাপতি, যুক্তফ্রন্টের এমএলএ ভাষা সৈনিক এ্যাডভোকেট মরহুম দবিরুল ইসলামের সহধর্মিনী আবেদা খাতুন হেনার মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি, ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি সাদেক কুরাইশি, সাধারন সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি প্রবীর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (ভারঃ) মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত বাবু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]