মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জঃ
করোনাভাইরাস পরীক্ষার দুই কোটি ৬১ লাখ টাকা আত্মসাতের ঘটনায় গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদকে ওএসডি করা হয়েছে। তাকে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে সংযুক্ত করেছে। বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ আলমগীর কবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়।
এদিকে গোপালগঞ্জের নতুন সিভিল সার্জন হিসাবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ জিল্লুর রহমান প্রজ্ঞাপনে সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদকে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে ওএসডি আদেশ দেওয়া হয়।এছাড়া তাকে আগামী পাঁচ কমদিবসের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করার জন্য বলা হয়।অন্যথায় ষষ্ঠ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যহতি স্টান্ড রিলিজ মমেগন্য হবেন। এর আগে চলতি বছরের ২৭ জুলাই দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদকে ও খুলনার সাবেক সিভিল সার্জন সুজাদ আহমেদসহ ছয় জনের বিরুদ্ধে করোনা পরীক্ষা ফির দুই কোটি ৬১ লাখ টাকা আত্মসাতের মামলায় আদালতের চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন দুদক।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]