কামরুল ইসলামঃ
লোহাগাড়া এক স্কুলে ছাত্রী কে ইভটিজিং এর দায় রাজা মিঞা নামক এক যুবক এক বছরের কারাদণ্ড দিয়েছেন লোহাগাড়া উপজেলা প্রশাসন।
লোহাগাড়া উপজেলা আমিরাবাদ দক্ষিণ সাতকানিয়া সরকারি গোলাম বারী মডেল
উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী নিজ বাড়ি সৈয়দপাড়া থেকে পাল পাড়া হয়ে স্কুলে আসার
পথে রাজা মিঞা নামক এক যুবক অশ্লীন আচরণ করতে থাকে। এক পযার্য়ে তাঁর চলারপথ
গতিরোধ করে, তাহাকে হাতে ধরে জোর পূর্বক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মেয়ে টি দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনগণ ইভটিজার কে
হাতেনাতে আটক করে।
এবং ভ্রাম্যমাণ আদালতের নিকট সোপর্দ করে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরিফ উল্লাৎ লোহাগাড়া থানার এস আই মহসিন খন্দকার আনসার বাহিনীর সদস্যক উপস্থিতিতে আদালত প্রয়োজনীয় এবং তদন্ত করে ইভটিজিং বিষয়টি উদঘাটিত হওয়ার উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পূর্বক অভিযুক্তের দোষ স্বীকারের প্রেক্ষিতে থাকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]