কামরুল ইসলামঃ
মাননীয় এমপি,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবং মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় আপনাদের কাছে আমাদের সবিনয় বিনিত নিবেদন এইযে আমাদের আমিরাবাদ স্কুল সড়ক দীর্ঘদিন যাবত অভিভাবকহীন হয়ে পড়ে আছে অথচ বিভিন্ন নেতারা এই সড়ক নিয়ে বিভিন্ন সাক্ষাৎকার করে অথচ কাজের বেলায় টু টু।
বোধহয় দেখার কেউ নেই অথচ এই সড়কটি অতিব গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কে রইছে আমিরাবাদ দক্ষিন সাতকানিয়া গোলাম বাড়ি সরকারি উচ্চ বিদ্যালয় আমিরাবাদ সুফিয়া আলিয়া ফাজিল মাদ্রাসা সহ আরো কয়েকটি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় এই সড়ক দিয়ে প্রতিদিন ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষের যাতায়াত। এনই সড়কেে ছলে সিএনজি, অটো রিক্সা, টমটম সহ বিভিন্ন জনপরিবহন। যে পরিবহন গুলি চলাচলের ক্ষেত্রে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। অথচ হাইবে দুর্ভাগা আমিরাবাদ বাসী তাদের একমাত্র প্রাণের দাবি এই স্কুল সড়কটি মেরামত করা অথচ তাদের কান্নার আওয়াজ কেন বা কি কারনে আপনাদের এবং সরকারের কানে যাচ্ছে না তা কারো জানা নেই। দয়া করে আপনারা একটু সহানুভূতি দৃষ্টিতে দেখলে আমাদের এই প্রাণের দাবি আমিরাবাদ স্কুল সড়কটি পরিপূর্ণ সড়কে রূপান্তর পেতে পারে।
তাই দয়া করে আমাদের এই সড়কের বিষয়ে পদক্ষেপ নিলে আমরা উপকৃত হব আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিকরা সাধারণ মানুষের কাছে নির্লজ্জ বেহায়া এর মতো হয়ে গেছি কারণ আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক তারা সাধারণ জনগণের প্রশ্নের উত্তর দিতে পারি না কেননা আমাদের এই অবহেলিত সড়কটি দিয়ে যারা যাতায়াত করে তারা একটু হলেও বেবে দেখবে এই ধরনের অবহেলিত সড়ক লোহাগড়ার আর কোথাও আছে কিনা কেন বা কি কারনে সরকার কর্তৃক এই সড়ক মেরামত করার উদ্বেগ নিচ্ছেন না তা আসলে সঠিক জবাব কারো জানা নেই তাই দয়া করে এই সড়কটি মেরামত করার উদ্যোগ গ্রহণ করলে সরকারের কাছে আমিরাবাদ বাসি চির কৃতজ্ঞ থাকবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]