মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
আনুষ্ঠানিকভাবে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্তমানের প্রতিষ্ঠা কমিটিকে বিলুপ্ত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
২ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৪ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২০২১-২০২৩ নির্বাচিত কমিটি বিলুপ্তির ঘোষণাপত্র নির্বাচন কমিশনের হাতে হস্তান্তর করা হয়েছে। আগামি ১৬ সেপ্টেম্বর ২৩ তারিখ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে ক্ষমতা হস্তান্তর করেছেন দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকরা। নির্বাচন কর্মকর্তাদের হাতে এ ক্ষমতা হস্তান্তর করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম।
এসময় বক্তরা বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব তাদের নির্বাচন উপলক্ষে আমাদের হাতে যে ক্ষমতা হস্তান্তর করলো। তা আমরা সঠিক ভাবে বাস্তবায়নের পাশাপাশি একটি অবাধ, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।
এসময় নির্বাচন কমিশনের সদস্য সচিব তোফায়েল আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, চ্যানেল আই এর রাজশাহী সাংবাদিক আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, এটিএন বাংলার সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, এডভোকেট এস এম জোতৌউল ইসলাম সাফী, রাজশাহী মহানগর সিপিবি'র সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, রাজশাহী মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং রুয়েটের সহকারী প্রফেসর শ্যাম দত্ত, মাই টিভি'র রাজশাহী প্রতিনিধি শাহারিয়ার অন্তু, মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক- মাহমুদ হাসান খান চৌধুরী ইতুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকভাবে ১১ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। সহযোগী কমিশনার দ্বায়িত্ব পালন করবেন এ্যাড: এস এম জোতৌউল ইসলাম সাফী ও এটিএন বাংলার সাংবাদিক সুজাউদ্দিন ছোটন।
সদস্য সচিব তোফাইল আহমেদসহ অন্যান্য সদস্যরা হলেন চ্যানেল আই এর রাজশাহী সাংবাদিক আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, রাজশাহী মহানগর সিপিবি'র সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, রাজশাহী মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, মাই টিভি'র রাজশাহী প্রতিনিধি শাহারিয়ার অন্তু, মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক- মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]