স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের হাইমচর ঐতিহ্যবাহী জগন্নাথ দেব মন্দির আহবায়ক কমিটির বিরুদ্ধে নানান অনিয়ম, নতুন কমিটি গঠনে ব্যার্থতাসহ অভিযোগে ভক্ত ও পুজারীদের চাহিদার প্রেক্ষিতে অজয় মজুমদার এর নেতৃত্বাধীন আহবায়ক কমিটি বিলুপ্ত করে মন্দির পরিচালনায় সংকট নিরসনের লক্ষে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী কে আহ্বায়ক করে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টা মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা কমিটি গঠন লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি ঘোষণা করেন মন্দিরের পরিচালনা কমিটির সাবেক আহবায়ক অজয় মজুমদার।
স্থানীয় ভক্তরা জানায়, হাইমচরের জগন্নাথ মন্দির পরিচালনায় সাবেক আহবায়ক অজয় মজুমদার এর নেতৃত্বাধীন ২৮ সদস্যের কমিটির আহবায়ক ২/৪ সদস্যকে সাথে নিয়ে সংখ্যা গরিষ্ঠ সদস্যদের পাশ কাটিয়ে আহবায়ক এক তরফা মন্দির পরিচালনা করে আসছে, কোন প্রকার সভা না করে একতরফা নতুন কমিটি গঠনের চেষ্টা কর সভা আহবান করে, এতে ভক্ত ও পুজারীদের মাজে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।
আহবায়ক এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও সংখ্যাগরিষ্ঠ সদস্য ও পুজারীদের পাশ কাটিয়ে জেলা পর্যায়ে ২/১ জন হিন্দু ধর্মীয় নেতার সাথে আতাত করে স্থানীয় ডা মিলন সরকার, বিবেক লাল মজুমদার এর পরামর্শে অজয় মজুমদার আজকের সভা আহবান করলে উপস্থিত ভক্ত ও পুজারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী সভায় উপস্থিত মেজর জেনারেল( অবসরপ্রাপ্ত) জীবন কানাই দাস, পুলিশের সাবেক ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা পরিষদ সদস্য মোঃ খুরশিদ আলম, হাইমচর থানার ওসি মোহাম্মদ ইয়াসিনের মধ্যস্ততায় মন্দির পরিচালনা কমিটির বিবাদ মান দুই পক্ষের প্রতিনিধি জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব ও চাঁদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি তপন সরকার, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব সমীরণ ভঞ্জ, ডা মিলন সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ ও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপাল চন্দ্র সাহা সহ আহবায়ক কমিটির সাথে বৈঠকে বসেন, বৈঠকে সর্বসম্মতিক্রমে মন্দির পরিচালনায় সৃষ্ট সংকট নিরসনের জন্য অজয় মজুমদার এর নেতৃত্বাধীন আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত উপজেলা নিবাহী অফিসার কে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
হাইমচরের ইউএনও কে আহ্বায়ক, পুলিশের সাবেক ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ডা. মিলন সরকার, অজয় মজুমদার, অনিল মাঝি, মিলন মাঝি, সুনীল মাষ্টার, রিপন সরকার কে সদস্য করে জগন্নাথ মন্দির পরিচালনায় ৯ সদস্যের আহবায়ক কমিটি নাম ঘোষণার মধ্য দিয়ে সভার সমাপ্তি টানা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম খান,গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান গাজী, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির কমিটির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]