কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নের মতি উল্লাহ মহাজন পাড়ায় পানি নিষ্কাশনের জায়গা বন্দ করে দিয়ে জলবদ্ধতা সৃষ্টি করে ডেঙ্গু মশা প্রজননের ব্যবস্থা করেছে আবদুল মোতালেব । বিষয়টি সেলিট্রেশন অধিদপ্তরের নজরে আনার জন্য বিভিন্ন গণমাধ্যমে নিউজ করার পরে ও টনক নড়ছে না ইয়াবা কারবারি আবদুল মোতালবের । অথচ কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না সেলিট্রেশন অধিদপ্তর।
গতকাল সরেজমিনে দেখা যায়, আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহাজন পাড়ায় এই দৃশ্য টি দেখতে যেমন নোংরা তেমনি অসুস্থকর পরিবেশ এই পরিবেশে যারা বসবাস করছে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ময়লা-অবর্জনায় ভরা এই ডোভা টি। দীর্ঘদিন এভাবে পড়ে থাকায় ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে এলাকাটি। পরিবেশের আদেশকে‘বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চুপ করে আছে ইয়াবা মোতালেব!
এই বিষয়ে ক্ষোভ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয়রা। সেলিট্রেশন অধিদপ্তরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।
এলাকার জনসাধারণ জানান-এই ডোভাটি খনন করে ময়দা আবর্জনা ফেলে আসছে আজ থেকে দুই চার বছর হবে। এর জন্য দায়ী আবদুল মোতালেব ও মন্নান বিষয়টি সেলিট্রেশন অধিদপ্তর কে কয়েক বার জানানো হয়েছে কিন্তু সেলিট্রেশনের কোন প্রতিক্রিয়া নেই।
ময়লা আবর্জনার বিষয়ে সেলিট্রেশন অধিদপ্তরকে অভিযোগ করে অভিযোগ প্রমাণিত হওয়ায় পরও কোন প্রতিক্রিয়া নেই লোহাগাড়া উপজেলা সেলিট্রেশন অফিসার শের আলির বর্তমানে তিনি মোটা অংকের টাকা খেয়ে লোহাগাড়া উপজেলা থেকে বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। জরিমানার পাশাপাশি ডোভাটি ভরাট করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ।
প্রতিনিধি আরও বলেন আমিরাবাদ মতি উল্লাহ মহাজন পাড়া এলাকায় ডোভাটি সরেজমিন পরিদর্শন করে দেখা যায় ময়লা আবর্জনার ডোভার কারণে পরিবেশ নষ্টের সত্যতা পাওয়া গেছে। ডোভায় ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশ ও প্রতিবেশিদের ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]