মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি ও সাধারণ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগষ্ট বুধবার সকাল এগারটায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয় কনফারেন্স রুমে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী ।
প্রধান অতিথি ছিলেন ডিআইজি রাজশাহী রেঞ্জ মোঃ আনিসুর রহমান, বিপিএম ও পিপিএম (বার), বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ডিআইজি মোঃ রশীদুল হাসান।
এছাড়াও শাপলা প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ, সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তাগণ, সহযোগী সংস্থাসহ বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বৃত্তি প্রদান কার্যক্রমে পিকেএসএফ ও শাপলার আর্থিক সহযোগিতায় নয়জনকে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি মাসিক তিন হাজার টাকা ও তেইশ জনকে এককালীন বারো টাকা শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
এসময় অতিথিগণ বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রী তাদের অনুভুতি ব্যাক্ত করেন পাশাপাশি তাদের বক্তব্যের মাঝে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার কার্যালয় চত্তরে প্রধান অতিথি ডিআইজি একটি ফলজ গাছের চারা রোপন শেষে ছাত্রছাত্রীদের সাথে ফটোসেশান করেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]