মোল্লা জাহাঙ্গীর আলমঃ
গ্রেফতারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ কেতাব আলী (৩৮) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বর্ণিত আসামী গত ২০ ডিসেম্বর ২০১৫ ইং সালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ডিএমপি ঢাকার রমনা থানা এলাকা হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়।
পরবর্তীতে আসামীর বিরুদ্ধে ডিএমপি ঢাকার রমনা মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী এক বছর ছয় মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়।
অন্য দিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ইং ১৪/০৬/২৩ তারিখ বিজ্ঞ আদালত আসামী মোঃ কেতাব আলী (৩৮)’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।
গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ কেতাব আলী (৩৮)’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬, যশোর এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল ২৮ আগস্ট ২০২৩ সন্ধ্যায় যশোর জেলার শার্শা থানাধীন সরুপদাহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে যশোর জেলার বেনাপোলের কুখ্যাত মাদক কারবারি মোঃ কেতাব আলী (৩৮)কে গ্রেফতার করে।
আসামীকে গ্রেফতার পূর্বক জানা যায় যে, আইন শৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়ানোর জন্য সে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থাকতো এবং মাদক ব্যবসা অব্যাহত রাখতে মাঝে মাঝে নিজ এলাকা যশোর জেলার বেনাপোল ও শার্শা থানা এলাকায় আসা-যাওয়া করতো।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]