মোঃ সুজন আহমেদ বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেন্সিডিল জব্দ করেছে শার্শা থানা পুলিশ।তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি।
রবিবার (২৭ আগষ্ট) শার্শার ছোট মান্দারতলা গ্রামস্থ নির্মানাধীন ঈদগাহের সামনে পাকা রাস্তার উপর থেকে এ ফেন্সিডিল জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, একজন মাদক কারবারী ভ্যানে করে মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে বেনাপোল পোর্ট থানা এলাকা হতে শার্শা থানাধীন ছোট মান্দারতলা গ্রাম হয়ে যশোরের দিকে যাবে।
এমন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) সলিমুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ছোট মান্দারতলা গ্রামস্থ নির্মানাধীন ঈদগাহের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।
এসময় চটের বস্তা বোঝাই একটি ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে আসতে দেখে থামার সংকেত দিলে পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত ভ্যান চালক ভ্যান থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ভ্যানে থাকা চটের বস্তার ভিতর থেকে ১৭৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম ফেন্সিডিল জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে শার্শা থানায় একটি মামলা হয়েছে।যার মামলা নং-২৭।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]