বিশেষ প্রতিনিধি মোঃ আশরাফুলঃ
নড়াইলের পুলিশ লাইনসে পুলিশ সুপারের উদ্যোগে বৃক্ষরোপন করেছেন। মানুষের মৌলিক চাহিদা গুলো তথা পরিবেশের ভারসম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা জীব চিএ সমৃদ্ধি টেকসই পরিবেশও প্রতিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবতনের কারণে প্রকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্মসংস্থান সৃষ্টিও আথ্য সামাজিক উন্নয়নে বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকগতায় ফুলে- ফুলে ভরে থাকুক নড়াইল জেলা পুলিশ লাইনস প্রতিপাদ্যে নড়াইল পুলিশ লাইনসকে আরো মনোরমও সুরভিত করারলক্ষে পুলিশ সুপার মহোদয় ফলদ বনজও ঔষধিও ফুল গাছ রোপনের বিশেষ উদ্যোগ নিয়েছেন।
এ উপলক্ষে অদ্য ২৬শে আগষ্ট শনিবার পুলিশ লাইনসে বিভিন্ন ফলদ গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোছাঃ সাদিয়া খাতুন সুযোগ্য পুলিশ সুপার মহোদয় বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কোনো জমি অনাবাদি রাখতে চাচ্ছিনা আমাদের পুলিশ লাইনস এমনিতেই খুবই সুরভীত।এখানে দেশের সব ধরনের ফল হয়েছে। আম কাঠাল জাম লিচু জামরুল কদবেল বেল আমড়া আতা আমলকি তাল নারকেল লেবু সবই আছে। সে জায়গা গুলো ফলে ফুলে ভরে তুলবো। এর ধারাবাহিগতায় ৫০টি আম গাছ, ৩০টি লিচু গাছ, ৫০টি ড্রাগন, কিছু চেরির চারা,আজ রোপন করা হবে।
এর বাইরেও প্রতিটি থানা পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রও ট্রাফিক অফিস এলাকার অনাবাদি জমিতে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে। পুলিশ সুপার মহোদয় আরও বলেন গাছ মানুষের পরম বন্ধু গাছ নানাভাবে আমাদের উপকার করে গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য হলো গাছ পরিবেশের ভারসম্য রক্ষায় সব চেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কাজ করে যাচ্ছে। পৃথিবীও প্রকৃতিকে বাঁচাতে হলে মাননীয় প্রধানমন্ত্রী। নির্দেশে আমাদের সকলকে গাছ লাগাতে হবে। গাছের যত্ন নিতে হবে এসময় উপস্থিত ছিলেন, জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ দোলন মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নড়াইলসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]