মোঃ আশরাফুলঃ
দিনাজপুরের নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতা আব্দুল কাশেম (৭০) এর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টায় নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের শালঘরিয়া দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পিতা আব্দুল কাশেম (৭০), দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর আলীর ছেলে।
এ ঘটনায় শুক্রবার সকাল ১০ টায় ফুলবাড়ী পৌর শহরের রেল গেট এলাকা থেকে ঘাতক ছেলে মাসুদ রানা (২৪) কে আটক করেছে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, মাসুদ রানা একজন মানষিক ভারসাম্যহীন যুবক। সে আলাদা একটি বাড়ীতে থাকতো,বৃহস্পতিবার রাতে তার পিতা কাশেম আলী তাকে খাবার দিতে যায়।এসময় ক্ষিপ্ত হয়ে লাঠি জাতিয় কিছু দিয়ে তার পিতা আব্দুল কাশেম এর মাথায় আঘাত করলে, মাথা ফেটে রক্তখরন হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরেরদিন শুক্রবার সকালে তার মা মাহমুদা বেগম মাসুদ রানার ওই বাড়িতে গিয়ে দেখতে পান আব্দুল কাশেম রক্তাত অবস্থায় পড়ে আছে। এ সময় তার চিৎকারে গ্রাম বাসীরা ছুটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় গ্রামবাসী ও পরিবারের অন্য সদস্যরা জানায় মাসুদ রানা মানষিক ভারসাম্যহীন যুবক, প্রায় সময় পরিবারের অন্য সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে মার ডাং ও ভাংচুর করে,সে কারনে তাকে আলাদা বাড়ীতে রাখতো।
আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল হক ঘটনা নিশ্চত করে বলেন, মাথায় লাঠি জাতিয় কিছুর আঘাতের কারণে রক্ত ক্ষরণে আব্দুল কাশেমের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।ছেলে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]