মামুন উর রশিদ কক্সবাজারঃ
গত ১৭তারিখ হোয়াইকং ইউনিয়নের মিনাবাজার এলাকায় ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক তেকে একটা পাগল কিছু টাকা নিয়ে পালিয়ে। স্থানীয়দের সহায়তায় তাকে ধরতে সক্ষম হই।পরে তার দেখানো মতে টাকা গুলো জনতা উদ্ধার করে।
ব্যাংকের মালিক টাকা গুলো হাতে পেয়ে ও ঐ পাগল কে স্থানীয় চৌকিদার এর সহায়তায় পুলিশের কাছে সোপর্দ করে।পুলিশ নিয়মিত মামলা রুজু করে।কিন্তু ঐ মামলায় নিরিহ একজন কে আসামী করা হইছে যা স্থানীয় মেম্বার অবগত আছেন।অত্র এলাকার মেম্বার কবির আহাং এর সহায়তায় উক্ত মামলার নিরিহ আসামি মোং আক্তার নিয়ে হোয়াইকং পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।কিন্তু ঐ ঘটনার সাথে তার কোন সম্পৃক্ত না তাকায় তাকে যাচাই করে তাকে ছেড়ে দেয়।উক্ত মিথ্যা মামলার খবর এলাকায় জানাজানি হলে স্থানীয় জনতা মানববন্ধন করেন।উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার সাধারণ জনগন এবং উক্ত মামলা প্রত্যাহার চেয়ে বক্তব্য প্রধান করেন নেওয়াজ মোরশেদ। এলাকাবাসীর দাবি আক্তারের মিথ্যা মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহার করা হোক।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]