মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া শাখার দায়িত্ব পেলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম।
আজ বুধবার (২৩ আগষ্ট) এডিসি জামিরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) আরএমপি’র পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক আদেশে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন।
উল্লেখ্য, পুলিশের এই কর্মকর্তা ২০১০ সালে ২৮তম বিসিএস ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।আরএমপিতে যোগদানের আগে তিনি পুলিশ সদর দপ্তর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, সাতক্ষীরা জেলা, মেহেরপুর জেলায় দায়িত্ব পালন করেছেন।তাঁর জন্ম নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস ডিগ্রিও অর্জন করেছেন।
গণমাধ্যমকর্মীদের পাঠানো বার্তায় এডিসি (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, পূর্ববর্তী কর্মস্থলসমূহে আমি সাংবাদিক ভাই/বোনদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট থেকেছি।আশা করি মিডিয়া শাখার দায়িত্বে থাকাকালে অনুরূপ সম্পর্ক বজায় থাকবে।আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]