নিজস্ব প্রতিবেদঃ
কাঁদো বাঙালি কাঁদো ১৫ ই আগ জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের পক্ষ থেকে রেলি ও গণবোজের আয়োজন।
১৫ ই আগ জাতীয় শোক দিবস ও রাত্রিজনক শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ পারভেজ হাওলাদারের নিজ অর্থায়নে এ রেলি গণবোজের আয়োজন করেন।
একটা সময় জাতীয় শোক দিবস উপলক্ষে বক্তব্য রাখেন এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন ৬নং চরভৈরবী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ পারভেজ হাওলাদার।
রেলি ও গণবোজে উপস্থিত ছিলেন মাহবুব সরদার, সুমন ফকির, নজরুল ইসলাম, জসিম মাঝ,আমির হামজা, জাহিদ হাসান,খোকন, মনির মাল,জাকির,বাবুল, গফুর হাওলাদার, দুলাল গোলদার, বাদশা গাজী, সত্তর হাওলাদার,বাবুল মোল্লা,জান শরীফ,শরিফ,লিটন মাঝি, সোহাগ মাঝি, চূন্নু ব্যাপারী,আবু সাঈদ, বশির মাঝ ,এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ আরো অনেক নীতা কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]