শফিক শাহীন বরিশালঃ
বরিশালের বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় সেমি পাকা ঘর পেলো আরও ১৬৩ ভূমিহীন ও গৃহহীন পরিবার। এ নিয়ে এ উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে নিজের ঠিকানা পেলো মোট ৬৮৫টি ভূমিহীন পরিবার। বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মাঝে ঘর বিতরণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ভূমিহীন-গৃহহীন মানুষকে দুই শতক জমিসহ ঘর দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী বুধবার তিন উপজেলায় ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে বানারীপাড়াসহ দেশের বিভিন্ন এলাকায় ২২ হাজার ১০১টি পরিবারকে ঘর হস্তান্তর করেন। বানারীপাড়ায় জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল ইসলাম। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান,ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী,পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার,সাংবাদিক এক মিজানুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,প্রেসক্লাব সম্পাদক সুজন মোল্লা,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,পৌর ছাত্রলীগের সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। প্রসঙ্গত, বুধবার ৪১টি জেলার ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়। এর ফলে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলার সংখ্যা দাঁড়াল ৩৩৪টিতে এবং ১২টি জেলাসহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলার সংখ্যা দাঁড়াল ২১টিতে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]