মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকীতে মাহিন্দ্রা-নসিমন সংঘর্ষে এক ব্যবসায়ীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে লেবুখালী-বাউফল মহাসড়কের সাতানি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের শেষবর্ষের শিক্ষার্থী আমিরুল আলম (২৪) ও মুরাদিয়া বোর্ড অফিস বাজার ব্যবসায়ী আশুতোষ মালাকার (৫০)।আশুতোষের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমিরুল ঝালকাঠির রাজাপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে এবং আশুতোষ উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বাসিন্দা।
জানা যায় আহতরা শুক্রবার রাতে লেবুখালীর পাগলা থেকে মাহিন্দ্রাযোগে রওয়ানা হলে পথিমধ্যে সাতানি এলাকায় পৌঁছে। এসময় বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে সংঘর্ষ হয় মাহিন্দ্রার।
এতে আশুতোষ মালাকারের এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে গুরুতর আহত হন তারা। আহতদের প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে আশুতোষের অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা জাতীয় অর্থপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) রেফার করা হয়।দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন,ঘটনাস্থল থেকে নসিমন চালক রনজিতকে আটক করা হয়েছে। পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]