স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের পল্লি বিদ্যুৎ সমিতি হাইমচর-২ এর অভিযোগ কেন্দ্র ১/৮/২০২৩ বেলা ১২'টা ১৮ মিনিটের সময় গ্রাহক সেলিম হোসেন
(খন্দকার সবুজ)বিদ্যুৎ নেই এবং কখন আসবে এই বিষয়ে অভিযোগ কেন্দ্রের (01769400918)এই নাম্বারে কল করলে ডিউটিরত ফিরোজ আলম ফোনটি রিসিভ করে এবং গ্রাহকে কথার উত্তরে সে তাহাকে যতসব পাগল ছাগল ফোন করে বলে অশোচনীয় ভাষা কথা বলে।
বিষয়টি চাঁদপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২ হাইমচর এর ডিজিএম মোহাম্মদ হাফিজুর রহমান কে অবহিত করলে তিনি বলেন,বিষয়টি অত্যান্ত দুঃখজনক।তাহার বিরুদ্ধে অতিতে ও গ্রাহকের সাথে অশালীন আচরণের অভিযোগ পাওয়া যায়।
এই বিষয়ে হাইমচর পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ে উপস্থিত হইয়া(আজমিরা নিউজ ডটকম)এর সম্পাদক খন্দকার সেলিম হোসেন সবুজ একটি লিখিত অভিযোগে ডিজিএম বরাবর অভিযোগ দায়ের করেন।
অভিযোগ কারি খন্দকার সেলিম হোসেন সবুজ বলেন,,,পল্লি বিদ্যুৎ সমবসয় সমিতির অভিযোগ কেন্দ্রের এই ফিরোজ এর বিরুদ্ধে একাধিক গ্রাহকের অভিযোগ রয়েছে,গ্রাহক দিনমজুর ও শিল্পপতি ও হতে পারে গ্রাহক সেবা পেতে ফোন করে এবং বিভিন্ন অভিযোগ করার লক্ষে ফোন করে থাকে গ্রাহক।
এই বিষয়ে অভিযোগ কেন্দ্রের ফিরোজ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি আসলে একটু বিরক্ত ছিলাম।
তিনি আরো বলেন আমার বিরদ্ধে কোনো অভিযোগ দিলে কোন লাভ হবে না।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]