মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহীঃ
রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাকশৈল দ্রুতগতির অবৈধ গরুবাহী ভুটভুটি, অটোরিক্সা ও বাইসাইকেল ত্রিমুখী সংঘর্ষ ঘটনাস্থলে একজন ও চিকিৎসাধীন অবস্থায় দুইজন মোট তিন জন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে দশটায় মোহনপুর উপজেলার কেশরহাট পৌর সাকোয়া বাকশৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগমারা উপজেলার জিয়া এলাকার আজিবার রহমান (৩৫), উপজেলা সদর মোহনপুর এলাকার জাহাঙ্গীর (৪৫), কেশরহাট পৌর সাকোয়া এলাকার আবুল হোসেন (৫৫) আহত চারজন হলেন, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর (৬০),
আনসাবুজ্জামান (৭০), গাঙ্গোপাড়া এলাকার তৈয়ব আলী (৫০) নওগাঁ জেলার নজিপুর উপজেলার চনচল (২৩)বিষয়টি নিশ্চিত করে মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ বলেন রাজশাহী নওগাঁ মহাসড়কে একটি গরু ভর্তি অবৈধ ভুটভুটি সিটি হাটে আসার সময় অটোরিক্সা ও বাইসাইকেল ত্রিমুখী সংঘর্ষে হলে ঘটনাস্থলে একজন এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান। আরো চারজন গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
মোহনপুর থানা জরুরি অফিসার এএসআই শফিক জানান, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পরপরই অবৈধ ভুটভুটি ও অটোরিক্সা জব্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]