মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধিঃ
অসচ্ছল শিক্ষার্থীদের সাড়ে ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা দিল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. শরাফত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রতি বিভাগ থেকে প্রকৃত অসচ্ছল শিক্ষার্থীদের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের নির্দিষ্ট ফরমে আবেদন করার আহ্বান জানানো হয়। জানা যায়, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মোট ৩৪ বিভাগ থেকে ৩০ বিভাগের ৬ জন শিক্ষার্থীকে সার্বিক বিবেচনা সাপেক্ষে আর্থিক সাহায্য করা হবে। তবে রাষ্ট্রবিজ্ঞান, ইএসডি, ইতিহাস ও কৃষি বিভাগের শিক্ষার্থী বেশি হওয়ায় এই বিভাগগুলো থেকে আটজন শিক্ষার্থীকে সাহায্য দেওয়া হবে। এছাড়াও বিএনসিসির সদস্যদের মধ্য থেকে মোট ১৫ জন সদস্যকে এই সহায়তার আওতায় আনা হবে।
এক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী প্রতি আড়াই হাজার টাকা করে ও বিএনসিসি ক্যাডেটদের জন্য তিন হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। এতে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় পাঁচ লাখ ৭৫ হাজার টাকা।এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. শরাফত আলী বলেন, সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য এই সহায়তা করা হবে। অন্যান্য বছরের মতো এবারো যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বেতন ও সেমিস্টার ফি প্রদানে পাশে থাকতে পারে সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]