মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর ২নং কিশামত মালিবাড়ী ইউনিয়নে ৪নং ওয়ার্ডে খিদির,হাজীপাড়া। মোঃ আবু তাহের নুরুল্লাহ (৪০) পিতা ক্বারী মোঃ ফজলুর রহমান, সাথে জমির জমা সংক্রান্ত জের ধরে সন্ত্রাসী হামলা, সন্ত্রাসী, নুর মোহাম্মদ হাজী, মোঃ আবুল কালাম আজাদ, আবু সাঈদ অভিযোগ সূত্রে জান যায় এলাকায় প্রভাবশালী ব্যক্তি নূর মোহাম্মদ হাজী একজন। ভূমিদস্য হিসেবে পরিচিত এলাকায় সে, আরো জানা যায় আপন ভাতিজা আইয়ুব আলী,ও রোস্তম আলী সাথে অন্যায় ভাবে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে বলে জানা যায়, নুর মোহাম্মদ প্রভাবশালী ব্যক্তি হওয়ার কারণে এলাকার লোক আতঙ্ক। গায়ের জোরে অন্যভাবে জমি দখলের পাঁয়তারা করেন ধারালো ছুরি দিয়ে হত্যায় উদ্দেশ্যে মাথার মাঝখানে চোট মারে। এতে গুরুত্বর হাড়কাটা রক্তাক্ত যখন হয়, মোঃ আবু তাহের নুরুল্লাহ। গুরুতর আহত।পরে স্থানীয়রা লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভূমিদস্য নূর মোহাম্মদ হাজী,,জমিতে সেই সাথে প্রকাশ্যে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় পরিবার-পরিজন। নিয়ে সংকটময় জীবন-যাপন করছি। ভুক্তভোগী মোঃ আবু তাহের নুরুল্লাহ,ও তার পরিবার,তাই প্রভাবশালী ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে সঠিক তদন্ত দাবি জানান ভুক্তভোগী পরিবার ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]