মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ডিগ্রী কলেজের সামনে এইচএসসি পরীক্ষার পরীক্ষার ফরম পূরণ করতে না পেরে শাম্মী সুলতানা (১৮) নামের এক কলেজ ছাত্রী গুল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
আজ মঙ্গলবার ২৫ জুলাই উপজেলা রাজপাট ডিগ্রী কলেজ গেটের সামনে এঘটনা ঘটে। সে রাজপাট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের মৃত মিনজুর মোল্ল্যার মেয়ে।
গুরুতর অসুস্থ শাম্মী সুলতানাকে উপজেল রাস্হথর উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ওই কলেজ ছাত্রীর মাতা আলেয়া বেগম জানান তার মেয়ে এইচএসসির নিবাচনী পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় খাতা পুনঃমূল্যায়নের জন্য শাম্মী সুলতানা কলেজে যায়। কলেজ অধ্যক্ষ মনিরুজ্জামান তাকে খাতা পুনঃমূল্যায়নের সুযোগ না দিয়ে উল্টো দূর ব্যবহার করেন।
ফরম পূরণে অ স্বীকৃতি জানান, পরে সে কলেজের অফিস পক্ষ থেকে বেরিয়ে খোভে কলেজ গেটের সামনে গিয়ে গুল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় তার সহপাঠীরা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলার রাথর উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করে।
এবিষয় রাজপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ওই ছাত্রীর সাথে আমার দেখা বা কথা কোনোটাই হয়নি। আমি পুলিশ প্রহরায় ছিলাম আমার সাথে দেখা করার তো কোন সুযোগই ছিল না।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]