মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালীঃ
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে মৎস্য দপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা, র্যালী, মাছের পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৫জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর সভাপতিত্বে, মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,উপজেলা আ'লীগ সভাপতি আবুল কালাম আজাদ,দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের জেলেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক বর্নাঢ্য রেলী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরসহ বিভিন্ন পয়েন্টে মাছের পোনা অবমুক্ত করা হয়। সর্বশেষে জেলেদের মধ্যে বিভিন্ন ভূমিকা রাখার জন্য পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]