কামরুল ইসলাম চট্টগ্রামঃ
২২ তারিখ বুধবার দুপুর ১২ ঘটিকার সময় পূর্ব কলাউজানের চিহ্নিত গডফাদার বান্দারবন জেলার নামধারী বিএনপি নেতা ভূমিদুর্ষ আবিদ ৩০/৪০ জন সন্ত্রাসী নিয়ে বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা হারেজ কোম্পানির হিলটেক দুল্লাহাড়া এলাকায় গাছের বাগান দখল করার জন্য পায়তারা করে আসছিল। এলাকাবাসী ও নির্যাতিত মানুষের বক্তব্যে যানাযায় বুধবার ১২ ঘটিকার সময় পুটিবিলা পহরচাঁন্দা এলাকার ৬নং আদর্শ গ্রামে সশস্ত্র অবস্থায় ৩০/৪০ জন সন্ত্রাসী নিয়ে শ্রমিকদের বাড়িতে ডুকে শ্রমিক ও তাদের পরিবারের উপর হামলা করছে৷ ভুমিদূর্ষ আবিদ। এই সময় আহত হয় ছারা বেগম, রশীদা বেগম,রোকেয়া বেগম মোঃ আবদুল্লা সহ কয়েকজন তাদেরকে কে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত শ্রমিকদের অবস্থা খারাপের দিকে গেলে তাদের কে (চমক) হাসফালে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে হারেজ কোম্পানি বলেন আবিদকে প্রধান আসামি করে মামলা করা হচ্ছে মামলায় যাদের নাম রয়েছে ১* আবিদুর রহমান, পিতা- মৃত্যু নুরুল ইসলাম, ২,আবদুল মজিদ, পিতা-মোরশেদ আলম, ৩/শফিক আহমদ, পিতা -আবদুল ছালাম ৪/মতলব হোসেন পিতা-জসিম উদ্দিন মোঃ হামিদ হোসেন, পিতা-মোজাফফর আহমদ এদের যথা উপযুক্ত বিচার দাবী করেন আহতদের পরিবার সহ স্থানীয় জনসাধারণ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]