মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও হরিপুর উপজেলার যাদুরানী বাজারে মোটরসাইকেল চুরির অভিযোগে জনতার গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মোটরসাইকেল চুরির অভিযোগে জনতার গণপিটুনিতে নিহত যুবকের নাম রুবেল হোসেন (৩০)। তিনি পীরগঞ্জ উপজেলার গোগড় পটুয়াপাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
আজ ২২-শে জানুয়ারি রোজ বুধবার সময় আনুমানিক সকাল ৯ টার সময় ঘটনাটি ঘটেছে, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী বাজারে।স্থানীয় ও থানা সূত্রে জানা যায় যে, আজ সকালে যাদুরাণী বাজারে মোটরসাইকেল চোর, মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করেন৷ পরে ক্ষিপ্ত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে মারা যায় সে। এর আগেও মোটরসাইকেল চুরির ঘটনার সাথে জরিত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]