মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদরে মাতৃভূমি গ্রুপের পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। রবিবার বিকালে সদর উপজেলার হানারচর ইউনিয়নের রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক গরিব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। মাতৃভূমি গ্রুপ চলতি শীত মৌসুমে চাঁদপুর ছাড়াও চুয়াডাঙ্গা ও দেশের বিভিন্ন জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন। শীতবস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন মাতৃভূমি গ্রুপের ভাইস চেয়ারম্যান, এবিএম হানিফ, পার্সেস ডিরেক্টর মোঃ মহিউদ্দি মিয়াসহ স্থানীয় গন্যমান্ন ব্যাক্তীরা উপস্থিত ছিলেন। এসময় মাতৃভূমি গ্রুপের ভাইস চেয়ারম্যান এবিএম হানিফ বলেন, শুধ শীতবস্ত্র নয় সংকটময় সময়ে আমরা মানুষের পাশে ধারানোর চেষ্টা করি।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]