শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
কালিগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বেলা ১১ টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুন্নবী খান ও মোমেনা খানমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গর্ভানিং বডির সভাপতি নজরুল ইসলাম।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শিক্ষক আকবার হোসেন, ঢাকা আহছানিয়া মিশনের এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা। প্রতিযোগিতার অংশ হিসেবে পবিত্র কোরআন তিলাওয়াত, পবিত্র গীতা পাঠ, হজরত খানবাহাদুর আহসানুল্লা (র.) এর জীবন ধারা পাঠ, কবিতা আবৃত্তি, একক অভিনয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ক্রীড়া প্রতিযোগিতাসহ তিনদিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ছবির ক্যাপশন: কালিগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল্লাহ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]