কামরুল ইসলাম চট্টগ্রামঃ
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিশ বছর পূর্বে হারিয়ে যাওয়া স্মৃতি কে আবেগ জড়িত কন্ঠে স্বর্ণ করলেন বিশিষ্ট সমাজ সেবক তৃণমূল যুবকদের প্রিয় বন্ধু দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আশরাফ আলী চৌধুরীর সুযোগ্য দৌহিত্র প্রতিষ্ঠাতা সভাপতি অলি উল্লাহ চৌধুরীর সুযোগ্য পুত্র সানাউল্লা চৌধুরী মানিক, সানাউল্লাহ চৌধুরী মানিক বলেন আজ থেকে ৩৫ বছর পূর্বে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বিদায় নিয়েছিলাম আমরা। তিনি আরও বলেন বন্ধুদের মধ্যে অনেকে পড়ালেখা শেষ করে আজ চাকরি কিংবা ব্যবসা বাণিজ্যে নিয়ে ব্যস্ত সময় পার করছি কেউবা দূরপ্রবাসে রয়েছে। বন্ধুদের মধ্যে যোগাযোগ যখন বিচ্ছিন্ন হতে শুরু করে, তখন ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকতে এক ভিন্ন পথ ধরেন ওই ব্যাচেরই কয়েকজন বন্ধু আমি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় তাদের কারণে আজ আমরা একত্রিত হতে পেরেছি। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে ৩৫ বছর পর গোলামবারী উচ্চ বিদ্যালয়ের মিলন চত্বরে মিলনমেলা পিকনিকের আয়োজন করা হয়। এসময় দেশের নানা প্রান্ত থেকে আসা বন্ধুরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, ছবি তোলা, সেল্ফি, আড্ডা, গল্পে মেতে উঠেন। দীর্ঘদিন সরাসরি যোগাযোগ না থাকায় অনুষ্ঠানে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজখবর নেন পুরনো বন্ধু এবং তাদের পরিবার-পরিজনের। অনেকেই এ সময় স্কুলজীবনের স্মৃতিচারণায় মেতে ওঠেন সানাউল্লাহ চৌধুরী মানিক। অনেকে বহুদিন পর প্রিয় বন্ধুকে পুনরায় কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন। এভাবে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়। এছাড়াও তাঁদের স্ত্রী, ছেলেমেয়েরাও অংশ নেন মিলন মেলা অনুষ্ঠানে। মিলন মেলার অন্যতম উদ্যোক্তা প্রবাসী এজাবত উল্লাহ ও ডা. ওমর ফারুক বলেন, আমরা আজ যেন ৩০ বছর আগেই ফিরে গিয়েছি,সময়টি ছিল খুবই চমৎকার।আশা করি আগামীতে আমরা এমনি করে প্রতি বছর মিলিত হব।আমাদের মধ্যে যে সকল বন্ধু মৃত্যু বরণ করেছেন তাদের জন্য শোক জ্ঞাপন করা হয়। অনুষ্ঠান ৯৫ ব্যাচের কর্ণফুলি উপজেলা শিক্ষা অফিসার আরজু, কক্সবাজার ঈদগা শাখার ওয়ান ব্যাংক ম্যানেজার আজিজুল, রহমান, ইউসিবিএল অফিসার শওকত আরা লাকিসহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন গিয়াস উদ্দিন। অনুষ্ঠান শেষে খাওয়া-দাওয়া ও ফটোসেশনের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেন উপস্থিত সবাই।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]