শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
আর্ত মানবতার সেবায় আমরা অঙ্গীকারাবদ্ধ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের উদ্যোগে উকশা উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় সেকেন্দারনগর চৌমোহনী রংধনু কমপ্লেক্সে কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এস এ এম আশিকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বডশিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। কালিগঞ্জ আলোর পথিক যুব ফাউন্ডেশন এর আহবায়ক নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উকশা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুশান্ত মন্ডল, গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আবু হাসান, উকশা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম হোসেন, নুরজাহান খাতুন ও আব্দুস সালাম প্রমুখ।অনুষ্ঠান থেকে উকশা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে কম্বল প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]