কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে ৪৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-০৭।
বুধবার (০৮ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে নগরীর বায়েজিদ আরেফিন নগর কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব-০৭।গ্রেফতাররা হলেন-বরিশাল মেহেন্দীগঞ্জ এলাকার মৃত জাকির হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৮) এবং টাঙ্গাইল কালিহাতি এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ সুমন (৩২)।র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাতে র্যাব-০৭ এর একটি আভিযানিক দল বায়েজিদ আরফিন নগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক দুই লাখ টাকা মূল্যের ৪৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে একটি প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভিন্ন এলাকায় মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]