মোঃ নাজমুল হুদা লামাঃ
বছরের নতুন বছরের নতুন বই পেল লামা উপজেলা প্রশাসন শিশু কানন স্কুল এর ছাত্রীরা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে লামা সদর ইউনিয়নে আশ্রয়ন এলাকায় অবস্থিত নতুন উপজেলা প্রশাসন শিশু কানন স্কুল এর আয়োজনে কোমলমতি শিক্ষার্থীদের (ছাত্র ছাত্রী) মাঝে নতুন বই বিতরণ কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও লামা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রূপায়ন দেব। আরো উপস্থিত ছিলেন ২নং লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল মোঃ শহিদুল ইসলাম। উপজেলা শিশু কাননের সম্মানিত প্রধান শিক্ষক খোকন বড়ুয়া, সহকারি শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে বর্ণিত প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সুশীল সমাজ। সেক্ষেত্রে সবার সহযোগিতা করাও নৈতিক দায়িত্ব বলে মনে করেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]