স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বানিজ্য আত্নীয়করণ ও দূর্ণীতির অভিযোগে চাঁদপুর জেলা প্রশাসকের বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখিত হয় যে,গত ৭/৩/২০২৩ ইং তারিখে দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকায় প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যে,নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে(১)জন,অফিস সহকারী, কম্পিউটার ও ল্যাব অপারেটর, নিরাপত্তা কর্মী ও আয়া পদ সমূহে (১)জন করে নিয়োগ প্রধান করা হবে।
এমতাবস্থায়,নিয়োগ আবেদনের নির্দিষ্ট তারিখের মধ্যে(প্রধান শিক্ষক পদে প্রয়োজনীয় সংখ্যক আবেদন জমা হয়নি)নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় এর মত উপজেলা ও জেলা ব্যাপি সুনামধন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদনপত্র প্রয়োজনীয় সংখ্যক জমা হয়নি-বিষয়টি সম্পূর্ণ সন্দেহজনক,লজ্জাকর ও হাস্যকর বটে)।
এ সকল অনিয়মগুলি করা হচ্ছে শুধুমাত্র বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম কে প্রধন শিক্ষক নিয়োগ দিবে বলে।
কিছুদিন পূর্বে নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির নেতৃত্বে,বিভিন্ন খাতে অতিরিক্ত টাকা নেওয়ার বিরুদ্ধে শিক্ষার্থীরা আপত্তি জানালে।
ল্যাব রুমে প্রবেশের কোন এক নীতিমালার অজুহাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম,সিনেমার হীরোর ন্যয় লাথি ঘুষি মেরে আহত করেন ১০’ম শ্রেনীর মিরাজ হোসেন সহ একাধিক শিক্ষার্থী এবং ছাত্রীদের গায়ে এলোপাতাড়ি কিল ঘুষি মারেন।
শিক্ষার্থীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম এর অপসারণের দাবীতে আন্দোলন করেন।শিক্ষার্থীদের সঠিক ও ন্যায্য আন্দোলনের চাপে পরে অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের মাঝে ফিরিয়ে দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।
এই বিষয়ে একজন সাবেক ছাত্র ও অভিভাবক সদস্য মোঃ নাছির উদ্দিন(পূর্বচর কৃষ্ণপুর হাইমচর চাঁদপুর)একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসক চাঁদপুর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এবং জেলা শিক্ষা অফিসার,চাঁদপুর,উপজেলা নির্বাহী কর্মকর্তা,হাইমচর,ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাইমচর কে অনুলিপি দেওয়া হয়।
অভিযোগে বলা হয় যে,লোকমুখে গুঞ্জনে শুণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টে ও কমেন্টে দেখা যায় যে,সহকারী প্রধান শিক্ষক হিসেবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম এর তিন বছর পূর্ণ হয়নি।আরও জানা যায় যে, অত্র ডিসেম্বর মাসে সহকারী প্রধান শিক্ষক ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলামের তিন বছর মেয়াদ পূর্ণ হবে।
উল্লেখ্য যে বিগত আড়াই বছর যাবৎ প্রধান শিক্ষকের পদ শুণ্য থাকলেও রহস্য জনক কারণে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।
এমতাবস্থায় গত ৭/০৩/২০২৩’শে প্রকাশিত দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার বিজ্ঞপ্তিকে বাতিল করিয়া পূণরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সাবেক সহকারী প্রধান শিক্ষক,
আলোচিত বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম কে পূর্ণ প্রধান শিক্ষক পদে উন্নিত করবেন,বিদ্যালয় ম্যান্যজিং কমিটির সভাপতি(এসএম আল-মামুন সুমন)
ইতিপূর্বে দূর্গাপুর উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক,প্রয়াত এসএম আজিজুর রহমান কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ক্ষমতার বলে(ম্যান্যজিং কমিটির সভাপতি এসএম আলম-মামুন সুমন নিয়োগ প্রধান করেন।
উল্লেখ্য যে ম্যান্যজিং কমিটির সভাপতি এসএম আল-মামুন সুমন এর চাচা এসএম আজিজুর রহমান এর মৃত্যুর পর সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম’কে আত্নীয়করণ এর মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রধান করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
জানাযায় যে ফারুকুল ইসলাম হাইমচরে একজন প্রভাবশালী বিএনপি নেতার ভাগীনা ও ম্যান্যজিং কমিটির সভাপতি এসএম আল-মামুন সুমন এর আত্নীয় হন।
একাধিক প্রাক্তন ছাত্ররা বলেন যে,যদিও প্রতিটি নিয়োগের সময়ে বিদ্যালয়ের সফলতার কর্ণধার,যোগ্যতা সম্পন্ন সাবেক সহকারী শিক্ষকরা নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ে ছিলো।
তারা আরও বলেন যে,নীলকমল ওছমানী উচ্চ বিদ্যালয়ে যে সকল সহকারী শিক্ষকরা শিক্ষাজীবন শুরু থেকে অবসরে গিয়েছেন,সেই সকল শ্রদ্ধাশীল শিক্ষকদের জিম্মি করে আত্মীয়করণ এর মাধ্যমে দীর্ঘদিন যাবৎ বানিজ্য করে নিয়োগ দিয়ে আসছে ম্যান্যজিং কমিটির সভাপতি-এসএম আল-মামুন সুমন)।
কথিত বিএনপি নেতা অন্তরালে থেকে ম্যান্যজিং কমিটির সভাপতি এসএম আল-মামুন সুমন’কে দিয়ে নিয়োগ দিয়ে আসছে।
সহকারী প্রধান শিক্ষক হিসেবে অত্র বিদ্যালয়ে তিন বছর পূর্ণ হয়নি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম এর।অতীতে ঘোষিত নিয়োগ বাতিল হইলে পরবর্তী নিয়োগে বিভিন্ন জটিলতা দেখিয়ে-এই বছরের ডিসেম্বরে নেওয়ার আয়োজন মূলক দৌড় ঝাপ চলছে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রধান শিক্ষক ছাড়াও অফিস সহকারি পদে বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক(মোঃ সামছুদ্দোহা সেলিম’কে অফিস সহকারী পদে নিয়োগ প্রধানের পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে।
ইতিপূর্বে খন্ডকালীন শিক্ষক শামসুদ্দোহা সেলিম এর বিরুদ্ধে বিদ্যালয়ের অভ্যন্তরীণ অর্থ তছরুপ সহ নানাবিদ অশালীন আচরণের অভিযোগ হয়েছে)।জানাযায় যে, সামছুদ্দোহা সেলিম,অন্তরালে থাকা বিএনপি নেতা ও এসএম আল-মামুন সুমন এর ভাতিজা হন।
এছাড়া কম্পিউটার ল্যাব-অপারেটর,নিরাপত্তা কর্মী ও আয়া সহ প্রতিটি পদে একজন করে প্রার্থী মোটা অংকের টাকার বিনিময়ে ম্যান্যজিং কমিটি নির্ধারণ করে রেখেছে।লোকমুখে শুণা যায় যে,নিরাপত্তা কর্মী পদে যুব’মহিলা দলের নেত্রী ফাতেমা বেগম এর ছেলে(মারুফ হোসেন’কে) নিয়োগের আয়োজন সম্পন্ন করেছে।
ইতিমধ্যে লক্ষ্য করা গেছে যে স্বজনপ্রীতির মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে মোঃফারুকুল ইসলাম নিয়োগ পাওয়ার পর থেকে বিদ্যালয়ের বার্ষীক শিক্ষাগত মান এবং অতীতের সুনামকে নিম্নমুখী ও বিনষ্ট করেছে।নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয় হাইমচর উপজেলা তথা চাঁদপুর।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]