শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমানের সার্বিক সহযোগিতায় এবং অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন এর নেতৃত্বে সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ মঙ্গলবার ৩১/১২/২০২৪ তারিখে সকাল ০৬.২৫ ঘটিকার সময়
কলারোয়া থানা এলাকায় এসআই(নিঃ অনিরুদ্ধ রায়, এএসআই(নিঃ) মোঃ আনিছুর রহমান সংগীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা টু যশোর মহাসড়কে কলারোয়া পৌরসভাধীন যুগীবাড়ী গ্রামস্থ হোসেন ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর হইতে ৭৩ (তিয়াত্তর) বোতল বিদেশী মদ ও ১টি ইজিবাইক সহ আসামী ১। ভীম দাস (৪৩), পিতা-মৃত সূর্যকান্ত দাস, সাং-ঘুরুলিয়া তরফ নওয়াপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর, ২। পলাশ চন্দ্র ঢালী (২৫), পিতা-ভাগেরশ্বর চন্দ্র ঢালী, সাং- ভিকাখালী, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী, ৩। সৌরভ গোমস্তা (২৪), পিতা-সন্তোষ গোমস্তা, সাং-পঁচাকোড়ালিয়া কড়ইতলা, থানা-তালতলি, জেলা-বরগুনা, ৪। মোঃ রাজু আহম্মেদ (২৬), পিতা-মোঃ গোলাম হোসেন, সাং-বাকসা তাতিপাড়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা ৫। দীলিপ দাস (৫০), পিতা-মৃত যতীন দাস, সাং-ঢাকুরিয়া, থানা-গাইঘাটা, জেলা-উত্তর চব্বিশ পরগোনা, দেশ-ভারতদেরকে গ্রেফতার পূর্বক মামলা রুজু করিয়া আসামীদেরকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]