আকরামুল হক অন্তর লামা বান্দরবান প্রতিনিধিঃ
পার্বত্য চট্রগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা লামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে ঢেউটিন, চাল ও কম্বল বিতরণ উদ্বোধন করেছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টায় সরই ইউনিয়নের টংঙ্গাঝিরি (৮নংওয়ার্ড) পূর্ব বেতছড়া স্থানীয়দের সাথে মতবিনিময় পরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর আগে লামা উপজেলা প্রশাসন ও পিআইও অফিস হতে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছিল। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন, পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার, জেলা পরিষদ সদস্যদের মধ্যে মোঃ নাছির উদ্দীন,রাজু ময় তঞ্চঙ্গ্যা,লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন, সরই ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং,স্থানীয় হেডম্যান দূর্যধন ত্রিপুরাসহ স্থানীয় বাসিন্দা,গণ্যমাণ্য, ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।প্রসংগত,লামা উপজেলার সরই ইউনিয়নে ২৪ ডিসেম্বর গভীর রাতে অগ্নি সংযোগে পূর্ব বেতছড়া পাড়ায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের ঘর ক্ষতিগ্রস্ত হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]