কামরুল ইসলাম চট্টগ্রামঃ
সুলতানুল হিন্দ, আতায়ে রাসূল হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতী আজমীরি (র:) উপমহাদেশের আধ্যাত্মিক সাধক শাহ সূফী আলহাজ্ব হযরত পথিক তারিফ আলী শাহ্ আজমেরী প্রোকাশ (মধু বাবা)। এর স্মরণে ৫২তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক উদযাপন। ভারতের উপমহাদেশ থেকে সাধক শাহ সুফি হযরত পথিক তারিফ আলী শাহ আজমেরী প্রকাশ মধুবাবা শাহ ১৯৭১ সালে নাটোর বাংলাদেশ থেকে ভারতের আজমীর শরীফ যায় সেখান থেকে ১৯৭৩ সালের বারো আউলিয়ার মাটিতে জালালাবাদ খুলশী এলাকায় গহীন জঙ্গলে এসে একটি আস্তানা তৈরি করে বসবাস করেন। আর সেখানে থেকে তার ভক্ত আসেকান আস্তে আস্তে বাড়তে থাকে। তখন থেকেই
৪ চার দিন ব্যাপি ২২,২৩,২৪ ও ২৫শে ডিসেম্বর
খানকায়ে চিন্তীয়া দরবার শরীফ, সী-বিচ ছায়ানীড় আবাসিক এলাকায়, পশ্চিম খুলশী, চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয়। তিনি যখন খুলশী গহীন জঙ্গল এলাকায় আসে তখন একটি মরা গাছের নিচে আস্তানা তৈরি করে। মরা গাছটি আস্তে আস্তে জীবিত হয়ে ওঠে তখন থেকে তার ভক্ত আসে কান বাড়তে থাকে। তাই জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]