নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও ধর্ষণসহ একাধিক মামলার পলাতক আসামী মোঃ মেহেদী হাসান শাওন (৩৫) গ্রেফতার। সদর উপজেলার কর্ণপুর দক্ষিণ পাড়া মানিকচক গ্রামের পিতা মোঃ মোজাম্মেল হোসেন ওরফে মোয়াজ্জেম হোসেনের পুত্র মোঃ মেহেদী হাসান শাওন (৩৫) বগুড়া শহরের মালগ্রাম এলাকা থেকে গ্রেফতার। আসামীর বিরুদ্ধে সর্ব শেষ সদর থানায় গত ১৫/০৯/২৪ ধর্ষণ মামলা নং-৪৪, ধারা-২০০০ সালের নারী ও শিশু ০০০ নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৭/১০/৯(১)/৩০ তৎসহ ৩২৩/৫০৬ পেনাল কোড রুজু হওয়ার পর হতে মামলা থেকেপরিত্রাণ পেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃক গ্রেফতার এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন হতে আত্মগোপনে ছিলো। গত সোমবার ২৩ ডিসেম্বর রাত আনুমানিক ৩ টা ৪০ মিনিটে র্যাব সদর দপ্তর (ইন্ট উইং) এর সহযোগিতায় র্যাব-১২, সিপিএসসি বগুড়া মালগ্রাম এলাকা থেকে মোঃ মেহেদী হাসান শাওন (৩৫),কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]