কামরুল ইসলাম চট্টগ্রামঃ
অবৈধ বালু খেকোদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী বাধা প্রদান করায়, বালু খেকোরা সংঘবদ্ধ ৪০/৫০ জন বহনামুড়া প্রবেশ করে অতর্কিত ভাবে সাধারণ জনগণের উপর নৃশংস হামলা চালায় যাতে ২ জন গুরুতর আহত সহ অনেকে আহত হয়েছে। এদের মধ্যে রেদোয়ান এর অবস্থা আশংকাজনক। এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিরোধ করলে তারা মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। এলাকাবাসী ক্ষোভে ফেলে যাওয়া মোটর সাইকেলে আগুন ধরিয়ে দে। আশংকা করা যাচ্ছে তারা ভারী অস্ত্রহাতে রাতে আবারো এলাকায় হামালা চালাবে। সবাইকে সর্তক থাকার আহবান করা যাচ্ছে। এই ব্যাপারে সাতকানিয়া উপজেলা প্রশাসন এবং থানা কে সাধারণ মানুষের বিনীত অনুরুধ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যাতে পরবর্তী সময়ে আবার রক্তাক্ত না হয় ছদাহার রাজপথ ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]