মোঃ শাহজাহান খন্দকার স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জাতীয় মহিলা সংস্থা, কুড়িগ্রামের আয়োজনে তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন কর্মশালা ও প্রশিক্ষানীর্থদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
২৩ জুলাই সকাল ১০ টায় উপজেলা প্রশাসন হলরুমে ইউরেকা পারভীনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত কর্মশালা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিনারুল ইসলাম, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম , নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান এবং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থা কুড়িগ্রাম জেলা কার্যালয়ের চেয়ারম্যান আহাম্মেদ নাজমীন সুলতানা।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা মাঠ সমন্বয়কারী আমিনুল ইসলাম, প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ চন্দ্র বর্মন, তোফাজ্জল হোসেনে, বেলায়েত হোসেন, মোহছেনা আক্তার , লাভলী পারভীন, জান্নাতুন খাতুন বেবী প্রমূখ।
পরে অনুষ্ঠানে ১৫০ জন প্রশিক্ষানার্থীকে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন, নাগেশ্বরী সরকারী কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]