কামরুল ইসলাম চট্টগ্রামঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান পরিচন্ন রাজনৈতিক নেতা ফজলুল করিম সাঈদীকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে ফেনীর লালপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানাযায়। গ্রেপ্তার ফজলুল করিম সাঈদী (৫২) চকরিয়া পৌরসভার মৃত ইছহাক কন্ট্রাক্টরের ছেলে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সাঈদী চকরিয়া-পেকুয়ার সাবেক এমপি হাসিনা আহমেদের গাড়ি বহরে হামলা এবং নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মিথ্যা মামলার আসামি। র্যাব ফোর্সেস সদর দপ্তর গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র্যাব-১৫ ও র্যাব-৭ এর আভিযানিক দল ফেনী জেলার সদর লালপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় এই বিষয়ে চকরিয়াবাসী জানান উনি চকরিয়া উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় কোন ধরনের সন্ত্রাসী বা দুর্নীতি কার্যক্রমে জড়িত ছিলেন না শুধু তাই নয় উনি কারো কোন ক্ষতি করেছে এমন কোন নজির নেই উনি ছিলেন অসহায় নির্যাতিত মানুষের সেবক উনাকে যেই মামলায় জড়িত করা হয়েছে এই ঘটনায় উনি যে জড়িত এমন কোন প্রমাণ নাই শুধু শুধু উনাকে মিথ্যা মামলায় পাশানো হয়েছে এলাকাবাসী বলেন উনি ছিলেন বলেই চকরিয়ার মানুষ ডাকাত জাফর প্রকাশ ভাড়ি জাফরের হাত থেকে রক্ষা পেয়েছে উনাকে অবিলম্বে মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্ভতি সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]