শফিক শাহিন বরিশালঃ
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় দুইজন অটোরিক্সা ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। জানা গেছে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল এর সোহাগ কাউন্টারের সামনে থেকে ছিনতাইকারী নাঈম হাওলাদার(১৭) ও আরাফাত ইয়াসিন(২০) অটো চালককে উজিরপুর উপজেলার গুঠিয়া উদ্দেশ্যে ১০০ টাকা ভাড়া চুক্তিতে রওনা দিয়ে আসার পরে প্রতিমধ্যে ছিনতাই কারীদ্বয় অটোচালককে কোমল পানীয় খাইয়ে আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে চন্দ্রপাড়া নামক স্থানের রানীর স্কুলের গেটের সামনে নির্জন স্থানে পৌছে অটোরিক্সা থামিয়ে একটি চাকু বের করে হত্যার ভয় দেখিয়ে সারাদিনের কষ্টার্জিত ৪৯০ টাকা নিয়ে যায় পরে মারধর করে মুখ বেধে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিক্সাটি নিয়ে যাওয়ার সময় ভাগ্যক্রমে সেই সময় এক ভ্যানচালক অপরদিক থেকে আসার সময় বিষয়টি বুজতে পেরে এয়ার্রপোট থানায় খবর দিলে থানা পুলিশ উক্ত এলাকার ব্যক্তিদয়ের সহযোগীতায় অটোরিক্সাটি সহ দুই ছিনতাইকারীদের গ্রেফতার করে।পরে আসামীদের জিজ্ঞেসবাদ করিলে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।পরে তাদেরকে ২০ ডিসেম্বর বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাকির সিকদার বলেন থানা পুলিশের সহায়তায় যথাসময়ে আসামীদের গ্রেফতার করায় হত-দরিদ্র লোকটি তার আয়ের উৎস অটোরিক্সাটি ফিরে পেয়েছে, জানা গেছে গাড়িটি ভাড়ায় চালিত ছিল।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]