মোঃ হোসেন গাজীঃ
ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর (দঃ) ইউনিয়নের হাঁসা ফাযিল ডিগ্রি মাদ্রাসা, হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নে চরপোড়ামুখী দারুসসুন্নাত ছালেহীয়া মোহাম্মদ আলী দ্বীনিয়া মাদরাসা কমপ্লেক্সে এর বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়। ১৮ই' ডিসেম্বর বুধবার মাদ্রাসার মাঠে বাদ যোহর হতে রাত ৮ পর্যন্ত পর্যন্ত আয়োজিত মাহফিলে প্রধান অতিথীর তাশরীফ আনেন ছারছীনা শরীফের হযরত পীর সাহেব কেবলা, আমীরে হিযবুল্লাহ,আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.য়া)। তিনি বলেন- ইসলাম হলো শান্তির স্থান। সে শান্তির স্থানকে ধ্বংস করতে কিছু কুচক্রী মহল লেগে উঠে পড়েছে। তাই সকল দিধাদন্ড ভুলে গিয়ে আমরা আমাদের ইসলাম মজবুত করে ইসলাম কে প্রতিষ্ঠিত করি। তাই আমাদের জন্য কাম্য হবে। এসময় তিনি আরো বলেন হিযবুল্লা অর্থ আল্লাহ'র দল। আল্লাহ কে ভালোবেসে এবং দ্বিন কে ভালোবেসে আ'মৃত্যুকাল যেনো আল্লাহ'র বান্দা হিসেবে ইসলামের পথ অনুসরন করেই একজন প্রকৃত বান্দা হিসেবে যেনো থাকতে পারি। এসময় ছারছীনা পীর কেবলা হুজুর প্রতিটি মমিনদের জন্যই দোয়া করেন এবং গুরুত্বপূর্ণ মাসায়ালার গুরুত্ব পূর্ণ তাশরীফ পেশ করেন। হাঁসা ফাযিল মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ অলি উদ্দিনের সভাপতিত্বে উক্ত মাহফিলে বহু ওলাময়ে কেরাম ও বিভিন্ন দাখিল মাদ্রাসা, ডিগ্রি মাদ্রাসার ও স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীগন। পড়ে দেশের শান্তি ও কল্যান কামনায় আখেরী মুনাজাতের মধ্যে দিয়ে মাহফিল সমাপ্ত হয়। হাঁসা মাদ্রসার মাহফিল শেষে একই দিনে সদর উপজেলা চান্দ্রা মদনা দরবার শরীফের মাদ্রাসার ভিত্তি প্রস্তার করা পরিদর্শন শেষে ছারছীনা দরবার শরীরের মরহুম পীর সাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ রহ. এর স্মরনে ঈসালে সাওয়াব ও চরপোড়ামূখী দারুসসুন্নাত ছালেহীয়া মোহাম্মদ আলী দ্বীনিয়া মাদরাসার কমপ্লেক্সে এর বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়। উপস্থিত বহু ওলামায়ে কেরাম গনরা।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]