বান্দরবান রিপোর্টেরঃ
বান্দরবানের লামা সাংবাদিক ফোরাম এর দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২৬) সভাপতি পদে দৈনিক গণমুক্তি পত্রিকার লামা প্রতিনিধি নূর মোহাম্মদ মিন্টু, সাধারণ সম্পাদক পদে দৈনিক আলোকিত সকাল পত্রিকার মোঃ আবুল হাশেম ও সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন নাগরিক ভাবনার বান্দরবান জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হাসান। বুধবার (১৮ ডিসেম্বর'২৪) লামা সাংবাদিক ফোরাম এর অফিস কার্যালয়ে বিকাল ৩টা থেকে সম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মোঃ শাহনেওয়াজ। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন, সাংবাদিক ফরিদুল আলম বাবলু ও বিপ্লব দাশ। এদিকে নির্বাচন শুরু হওয়ার পর থেকে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস প্রত্যক্ষ করা গেছে। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন বিভিন্ন পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করার পর পরবর্তী অভিষেক অনুষ্ঠানে অন্যান্য সদস্যগণ একে একে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দদের করতালি, ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, লামা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, সি-সভাপতি সাংবাদিক তানফিজুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুগ্ন-সম্পাদক ফরিদ উদ্দীন ও নুরুল করিম আরমান, বশির আলম, দৈনিক ইত্তেফাকের লামা প্রতিনিধি মোঃ কামাল উদ্দীন, রিপোর্টাস ক্লাবের সভাপতি সাংবাদিক আবু তৈয়ব, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংগঠনিক আনোয়ার সহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এস.কে খগেশচন্দ্র খোকন, যুগান্তরের ইলিয়াস সানি প্রমুখ। নবনির্বাচিত বিজয়ী প্রার্থীরা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনসহ ফোরামের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]