নিজস্ব প্রতিবেদকঃ
আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গা পুর ইউ: খেতাশার গ্রামের ভূমিদস্যু কে এই দিপু, জানা গেছে খেতাশার গ্রামে বসবাস করে মামার বাড়ীর এলাকায় থেকে বেরে উঠা এই দিপু। বিগত দিনে সৈরা সাসকদের আমলে আওয়ামী লীগ এর সময়টাতে সে তার মাদক। ও ভূমিদস্যুতায় তার মুল কাজ ছিলো। পাশের গ্রাম রং পুর এর জামাল কামাল ওরা ৩ ভাই তাদের জমি দখল করে। কামাল থেকে অনেক অর্থ নিয়েছে। এই জমি দখল করার পর জালাল এলাকার লোকজন নিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এর পর থেকে জালাল পরে যায় দিপুর টার্গেটে। সে বিগত দিনে এই গ্রামে আরো কয়েক জন এর উপর হামলা করেছে। তার বাবার নাম কেউ বলতে পারেনা। তার বাবা কে কেউ জানেনা। এই টুকাই দিপু এখন ভয়ংকর কিলার। তার নামে হত্যা মামলা সহ মাদক। আরো একাধিক মামলার আসামী সে। তার সন্রাসী কার্যকলাপ কেউ থামাতে পারেনি। আহত জালাল গত দিন বিকেলে সিঙ্গাপুর মার্কেটে কেরাম খেলতে যায়। তার পর খেলা অবস্হায় জালাল এর উপর অতর্কিত হামলা চালায়। দা সেনি ছুড়ি সহ এলো পাতালি কোপ। ১৫/২০ জন এক সাথে হামলা চালায়। কয়েকটি কোপ পরে জালাল এর উপর।এর পর জালাল লুটিয়ে পড়ে মাটিতে। এর পর জালাল কে দ্রুত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জালাল এখনো মৃত্যু সজ্জায় পরে আছে। এলাকা বাসী ও জালাল এর পরিবার জানায় এই সন্রাসী দিপু। ও তার বাহিনী কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানায়। ও কুমিল্লা জেলা পুলিশ সুপার এর কাছে সবার দাবি অপরাধি দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]