নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরের মির্জাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১৪ ডিসেম্বর রাত ১ টার দিকে ভাদড়া জাদুমনি এলাকা থেকে কৃষকলীগ মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি মাসুদ রানা (৩৯) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মির্জাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম(৩৩) কে আটক করেছে পুলিশ। জানা যায়, গত নভেম্বর মাসের ১৫ তারিখে শেরপুর থানায় দায়ের করা জিআর মামলার (৩১৮/২০২৪) নামীয় আসামী মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মাসুদ রানা ও ভাদড়া জাদুমনি গ্রামের আব্দুল হামিদ সরকারের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আটককৃত মাসুদ রানা ও আমিনুল ইসলাম কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]