কামরুল ইসলাম চট্টগ্রামঃ
ফার্স্ট সিকিউরিটি ইসলামীসহ অন্যান্য ব্যাংক ও ব্যক্তি পর্যায়ে পৃথক চারটি চেক প্রতারণা মামলায় দৈনিক সাঙ্গুর সম্পাদক কবির হোসেন সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ।শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর ফলমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার পরিদর্শক তদন্ত মো. আশরাফ। তিনি বলেন, ‘এনআই অ্যাক্টের মামলায় তার বিরুদ্ধে চারটি ওয়ারেন্ট ছিলো। ওয়ারেন্ট অর্ডার আসার পর অভিযান চালিয়ে কবির হোসেন সিদ্দিকীকে ফলমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চকবাজার শাখার কর্মকর্তারা গত ২১ নভেম্বর ঋণ আদায়ের জন্য দৈনিক সাঙ্গু পত্রিকার সম্পাদক কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ব্যানার হাতে তার অফিসের নিচে অবস্থান কর্মসূচি পালন করে। জানা গেছে, ব্যাংকটি থেকে কবির হোসেনের ঋণ আসল ও মুনাফা মিলিয়ে দাঁড়িয়েছে প্রায় ১৭ কোটি টাকা।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]