কামরুল হাসান সিংগাইর প্রতিনিধিঃ
উক্ত সভার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে বাল্য, বিবাহ রোধ, চাঁদা বাজি, চুরি ডাকতি,ও বিভিন্ন সন্ত্রাসি কার্য্যক্রম ঠেকাতে প্রতিটি ইউনিয়নে সাধারণ মানুষ কে নিয়ে পুলিশের ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন চলছে।
বিভিন্ন প্রকার মাদক সেবন কারি ও বিক্রয় কারিদের উদ্দেশ্য করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর (পি পি এম বার) বলেন যারা আল্লাহর ইবাদত করে তারাই কেবল মাত্র ভালো কাজ করতে পাড়ে। তিনি আরো বলেন আল্লাহর ইবাদতের পাশাপাশি সমাজ কে রক্ষা করার দায়িত্ব আপনি আমি আমাদের সবার। দেশ উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি আমাদের। আমাদের সমাজ কে বিভিন্ন ধরনের দুর্নিতী মুক্ত করতে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি আরো বলেন আপনারা বাবা মা হিসেবে সন্তানদের খেয়াল রাখার দায়িত্ব আপনাদের। বিভিন্ন ভাবে সমাজ থেকে সন্ত্রাস চাঁদা বাজ দুর চুরি, ডাকাতি, সকল কাজে উন্নয়ন ঘটাতে জামির্তা বাসির শারিরীক মানসিক ও আর্থিক সহযোগিতার করার আহ্বান করেছেন। জনাব জাহিদুল ইসলাম পি পি এম বার আরো বলেন যে এতো দেশের সবাই একটা কথা জানে পুলিশ জনগনের বন্ধু। কিন্তু আজ থেকে সেই কথাটা আর বলা যাবেনা কারণ হচ্ছে আজ থেকে মনে করতে হবে পুলিশ ভালো মানুষের হবে বন্ধু খারাপ মানুষের নয়। জামির্তা ইউনিয়ন ছাড়া ও গোটা সিংগাইর উপজেলা কে সন্ত্রাস চাঁদা বাজ নির্মুলে এক জরুরি পদক্ষেপের মাধ্যমে যে কোন ধরনের মাদক সেবন ,সহ সকল মাদক দ্রব্য সেবন কারিদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর পি পি এম বার।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]