কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় মিথ্যা ও বানোয়াট জিডি (সাধারণ ডায়েরি) করে দৈনিক আজকের বাংলা’ পত্রিকার সীতাকুণ্ড থানা প্রতিনিধির বিরুদ্ধে। এই জিডি মিথ্যা ও বানোয়াট এই জিডি করে শুধু শুধু একজন সাংবাদিককে হয়রানির চেষ্টা করেছে বাংলাদেশ রেলওয়ের বহিস্কৃত এক অস্থায়ী কর্মচারী। এই বিষয়ে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বলেন খুবই দুঃখ লাগে যখন দেখি বাংলাদেশে সবচেয়ে বেশি মামলা, হামলার শিকার হয় সাংবাদিক বাংলাদেশে যেই সরকার আসবে আসুক সাংবাদিকরা মামলা হামলার শিকার হয় কেন। সাংবাদিকদের অপরাধ কি তারা জাতির সামনে সত্যি কথা তুলে ধরে এইটাই কি সাংবাদিকের অপরাধ । ২ ডিসেম্বর সীতাকুণ্ড থানায় এই মিথ্যা ও বানোয়াট জিডি’টি করা হয় একজন সাংবাদিকের বিরুদ্ধে। কামরুল ইসলাম বলেন সয়তান ও কুলাঙ্গার দেলোয়ার এই মিথ্যা জিডি করে একজন সাংবাদিকের মানহানি করেছে। সেই সয়তান ও কুলাঙ্গারের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নিয়ে মান সম্মানের সাথে সাংবাদিক কে জিডি থেকে মুক্তি দেওয়া হয়। একজন বরখাস্তকৃত অস্থায়ী কর্মচারী কুলাঙ্গারের বিরুদ্ধে বেবস্থা গ্রহণ করার জন্য সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জের প্রতি অনুরোধ করছেন সাংবাদিক কামরুল ইসলাম। এই কুলাঙ্গার দেলোয়ারের বিষয়ে আরও জানাযায় নিয়োগ কার্যক্রমে অবৈধভাবে আর্থিক লেনদেনের অভিযোগের কারণে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) কামরুজ্জামানের নির্দেশনায় দেলোয়ার কে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছিল। একজন দুর্নীতিবাজ ঘুষখোরের কথায় একজন সাংবাদিকের বিরুদ্ধে কি ভাবে জিডি করেন সীতাকুণ্ড থানা। কুলাঙ্গার দেলোয়ারের বিরুদ্ধে ‘দৈনিক আজকের বাংলা’ পত্রিকায় রেলওয়ের নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি বিষয়ক রেল পাড়ায় অস্থিরতা" নামে একটি প্রতিবেদন প্রকাশিত করেছিল কিছু দিন পূর্বে আর তার প্রতিহিংসা নিয়ে একজন সম্মানিত সাংবাদিকের বিরুদ্ধে এই মিথ্যা জিডি করেছে কুলাঙ্গার দেলোয়ার। তবে চাকরীচ্যূত অস্থায়ী গেইট কিপার কুলাঙ্গার দেলোয়ার জিডিতে নাকি আরও উল্লেখ করেছেন সাংবাদিক নাকি আওয়ামী স্বার্থানেষী মহলের সাথে ষড়যন্ত্র করে বলে জিডিতে উল্লেখ করে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় একটি মিথ্যা ও বানোয়াট জিডি দায়ের করেন। বরখাস্তকৃত দেলোয়ার টিএলআর কর্মচারীদের চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি ছিল। উক্ত জিডি’তে দেলোয়ার আরও উল্লেখ করেন, আওয়ামী স্বার্থানেষী মহলের ষড়যন্ত্রে উদ্দেশ্য প্রনোদিত ভাবে মিথ্যা, বানোয়াট, কল্পকাহিনী সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা, ফেইসবুক, ইউটিউব, হোয়াইটঅ্যাপ এবং অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় "রেল পাড়ায় অস্থিরতা" নামক শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয় তার কারণে, বানোয়াট মিথ্যা ভিত্তিহীন এই জিডি টা করেন। এই জিডি’র বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, জিডি যে কেউই করতে পারে। তবে কেউ যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে এবং তদন্তের পর তা যদি মিথ্যা বলে প্রমাণিত হয় সেই ক্ষেত্রে অভিযোগকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় সহকারী সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বলেন এইটা যে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন সেইটা আমরা নিশ্চিত তাই বলছি এই জিডির দাতা কুলাঙ্গার দেলোয়ারের বিরুদ্ধে যেন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং সাংবাদিকের বিরুদ্ধে যেই জিডি করা হয়েছে তা যেন বাতিল করা হয় ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]