নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সদ্য প্রয়াত এস.এম আব্দুল হালিমের কবর জিয়ারত করেছেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক আহ্বায়ক, বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। রবিবার ৮ ডিসেম্বর বিকেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার সদর ইউনিয়নের মাটিকোঁড়া গ্রামে প্রয়াত যুবদল নেতার নানা বাড়িতে সমাধিস্থলে গিয়ে তার কবর জিয়ারত করেন। এসময় একই দিনে মারা যাওয়া যুবদল নেতার নানী আয়েশা বেওয়ার কবরও জিয়ারত করে নাতি নানীর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।জানা যায়, গত সোমবার সন্ধ্যায় চিকাশি ইউনিয়নের জোড়শিমুল বাজার এলাকায় দলীয় একটি উঠান বৈঠকে বক্তব্য দেন আব্দুল হালিম। বক্তৃতাকালে অতীতে বিরোধীদলে থাকা অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নির্যাতনের স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে। পরে সেখান থেকে নেতাকর্মীরা তাকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরন করেন। আদরের নাতীর এমন মর্মান্তিক মৃত্যুর খবর সইতে না পেরে তার বৃদ্ধা নানীও হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করে।কবর জিয়ারতের সময় জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, শেরপুর উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মাহবুব প্যারিস, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, সিনিয়র সহ সভাপতি সানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ, হায়দার আলী হিন্দোল, জাকির হোসেন জুয়েল, মইনুল হাসান মুকুল, এনামুল হক শাহীন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুল রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক রাশেদুজ্জামান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক যুগ্ম মনিবর ইসলাম মিঠু, আবু মুসা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আল-আমিন, শেরপুর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুউদ্দৌলা মামুন, বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আলফিজুর রহমান স্বপন, সদস্য সচিব মাহাবুবুল হক রঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরাফাত রহমান জনি, সদস্য সচিব রাজু আহম্মেদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ ইসলাম মধু, উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান, রাসেল মাহমুদ, একে মিনু, মিলন মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]